Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবির উপাচার্য-রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম

জবির উপাচার্য-রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রেজিস্ট্রার হিসেবে আমি নিজেও পদত্যাগ করেছি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকারও পদত্যাগ করেছেন। প্রভোস্ট নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন বেলা আড়াইটাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছিল তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম