Logo
Logo
×

শিক্ষাঙ্গন

কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪-এ এআইইউবির অংশগ্রহণ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৮:৩৪ পিএম

কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪-এ এআইইউবির অংশগ্রহণ

গত ১১-১২ জুলাই স্পেনের মেলিয়া সিটগেসে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪-এর অন্যতম স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। 

এ বছরের এডুকেশন সামিটের থিম ছিল- চেঞ্জ মেকারস ইন সাসটেইনেবিলিটি: নিউ ভিশনস অব ইউরোপ হায়ার এডুকেশন বাই ইয়াং মাইন্ডস। কিউএস হায়ার এডুকেশন সামিটের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল ইইউ বিজনেস স্কুল। 

কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪-এ এআইইউবির পক্ষে প্রতিনিধিত্ব করেন- ইশতিয়াক আবেদীন, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ এবং ড. কারমেন জেড. লামাগনা, সম্মানিত সাবেক ভাইস চ্যান্সেলর। 

ইশতিয়াক আবেদীন এবং ড. লামাগনার দূরদর্শী নেতৃত্বে এআইইউবি বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইশতিয়াক আবেদীন এবং ড. কারমেন জেড লামাগনার কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪-এ বাংলাদেশের উচ্চশিক্ষায় এআইইউবি অবস্থান তুলে ধরেন। 

শীর্ষ এই সামিটে ইশতিয়াক আবেদীন এবং ড. কারমেন জেড লামাগনার উপস্থিতির মাধ্যমে একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং টেকসই উন্নয়নে এআইইউবির চলমান প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম