গভীর রাতে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ছবি : সংগৃহীত
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাত থেকেই একে একে ছাত্রলীগের নেত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল থেকে বের করে দেয়। এ সংবাদ সামজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ভয়ে হল থেকে পালিয়ে যান রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে জানিয়েছে একাধিক সূত্র।
জানা গেছে, ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে গভীর রাতে হল থেকে পালিয়ে যান তারা।
শুধু তাই নয় জানা গেছে, ভোর হওয়ার আগেই ইডেন কলেজের প্রায় সব নেতাকর্মীই হল থেকে পালিয়ে গেছেন। সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সেক্রেটারিসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, কোটাবিরোধী চলমান আন্দোলন মঙ্গলবার দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।