রাবিতে ছাত্রলীগের হল অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্তি ঘোষণা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১১:৫১ এএম
![রাবিতে ছাত্রলীগের হল অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্তি ঘোষণা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/13/image-827580-1720849902.jpg)
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সবগুলো আবাসিক হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার সবগুলো আবাসিক হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত সম্মেলনের মাধ্যমে হল, অনুষদ, বিভাগের কমিটি ঘোষণা করা হবে।