Logo
Logo
×

শিক্ষাঙ্গন

দেশ সেরা ভার্সিটি জাহাঙ্গীরনগর দ্বিতীয় বুয়েট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১০:২২ পিএম

দেশ সেরা ভার্সিটি জাহাঙ্গীরনগর দ্বিতীয় বুয়েট

বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক, আঞ্চলিক ও বিষয়ভিত্তিক অবস্থানে সর্বোচ্চ গ্রহণযোগ্য র‌্যাংকিং হলো টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং (টিএইচই)। প্রতি বছর টিএইচই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোরও র‌্যাংকিং প্রকাশ করে থাকে। বুধবার টিএইচই এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে। 

প্রকাশিত র‌্যাংকিয়ে এশিয়ার ৩১টি দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্থান হয়েছে ৩০১ থেকে ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অবস্থান ৩৫১ থেকে ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। সে অনুযায়ী বুয়েট ও জাবি যৌথভাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে অবস্থান করছে। আর দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে বাকৃবি ও এনএসইউ। 

টিএইচইর নিয়মানুযায়ী যেকোনো র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের নামগুলো দেওয়া হয় ইংরেজি বর্ণক্রম অনুযায়ী। সে কারণে জাবির (জে) আগে বুয়েটের (বি) নাম এসেছে এবং এনএসইউয়ের (এন) আগে এসেছে বাকৃবির (বি) নাম। তবে স্কোর অনুযায়ী দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করেছে জাবি। এর পরের অবস্থানে রয়েছে বুয়েট। আর তৃতীয় ও চতুর্র্থ স্থান অর্জন করেছে যথাক্রমে এনএসইউ ও বাকৃবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম