কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের ফল প্রকাশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম
চট্টগ্রামভিত্তিক কওমি মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত ইত্তেহাদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এ বছর সাড়ে ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
ছয়টি স্তরে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার আলমিয়া (স্নাতকোত্তর) স্তরের শতভাগ, আলিয়া (স্নাতক) স্তরে ৮৬.৯৮%, সানভিয়া খাসসা (উচ্চ মাধ্যমিক) স্তরে ৭৪.৬৯%, সানভিয়া আম্মা (মাধ্যমিক) স্তরে ৮৬.৮৭%, মুতাওয়াসসিতা (নিম্নমাধ্যমিক) স্তরে ৮৬.৯৩% ও ইবতেদায়ী (প্রাথমিক) স্তরে ৮৭.৩৬% শিক্ষার্থী পাশ করেছে।
ইত্তেহাদের প্রচার সম্পাদক মাওলানা বোরহানুদ্দীনের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইত্তেহাদের সহ-সভাপতি ও ফেনী সিলোনিয়া মাদ্রাসার মুহাতিম মাওলানা সাইফুদ্দীন কাসেমী, সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের পরিচালক হাফেজ মুহাম্মদ তৈয়ব, জামিয়া দারুল মাআরিফের ভারপ্রাপ্ত নায়েবে মুহতামিম মাওলানা নূরুল আলম, ইত্তেহাদের সভাপতি আল্লামা সুলতান যাওক নদভীর প্রতিনিধি মাওলানা নুরুল আমীন মাদানি, মদিনা ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ লোকমান, জামেয়া মোজাহেরুল উলূম চট্টগ্রামের সহকারী পরিচালক মাওলানা ইসমাইল জবীহ, বিশিষ্ট আলেম মাওলানা শেখ আবদুল আজীজ, মাওলানা আবদু হক ও মাওলানা জালালুদ্দীন প্রমুখ।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ হলো, কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হাইয়াতুল উলইয়ার অন্তর্ভুক্ত বাংলাদেশ সরকার স্বীকৃত একটি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড। ১৯৫৯ সালে জামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের তত্ত্বাবধানে হাজী মুহাম্মদ ইউনুস এই বোর্ডটি গঠন করেন।
আল্লামা সুলতান যওক নদভি সভাপতি ও মাওলানা ওবাইদুল্লাহ হামজা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: পটিয়া মাদ্রাসায় নিয়মবহির্ভূত শুরার মাধ্যমে মুহতামিম নিয়োগ অবৈধ