‘আমাকে যোগদান করতে না দিয়ে গভর্নিং বডি আদালত অবমাননা করেছে’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
![‘আমাকে যোগদান করতে না দিয়ে গভর্নিং বডি আদালত অবমাননা করেছে’](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/23/image-777675-1708705755.jpg)
আদালতের নির্দেশনা মতে কলেজে গিয়ে যোগদান করতে না পেরে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের (গভর্নিং বডি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন অধ্যক্ষ মোস্তারী আহমেদ।
হাইকোর্টের নির্দেশনার পরও মিরপুর গার্লস আইডিয়াল কলেজে যোগদান করতে পারেননি অধ্যক্ষ মোস্তারী আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উচ্চ আদালতের নির্দেশনা ও যোগদানপত্র নিয়ে কলেজে গেলেও তাকে অধ্যক্ষ হিসেবে যোগদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
মোস্তারী আহমেদ বলেন, ২০১৩ সালে গভর্নিং বডি আমাকে সাময়িক বরখাস্ত করে। আমি উচ্চ আদালতে আপিল আবেদন করি। আদালত আমার পক্ষে রায় দেন। বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে কলেজে গেলেও আমাকে অধ্যক্ষ হিসেবে যোগদান করতে দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ বলছে, গভর্নিং বডির মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
মোস্তারী বলেন, যেখানে উচ্চ আদালত আমাকে যোগদানের নির্দেশনা দিয়েছেন, সেখানে গভর্নিং বডির অনুমতির প্রয়োজন নেই। আমাকে যোগদান করতে না দিয়ে তারা আদালত অবমাননা করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোস্তারী আহমেদ ২০১৩ সালের নভেম্বর মাসে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত হন। এ ঘটনায় তিনি (অধ্যক্ষ) হাইকোর্টে একটি আপিল আবেদন করলে আদালত তার পক্ষে রায় দেন। গত মঙ্গলবার তিনি আদালতের নির্দেশনার কপি হাতে পান।
অধ্যক্ষ মোস্তারীকে কলেজে যোগদান দিতে না দেওয়ার কয়েকটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, কলেজে যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে কলেজের অফিস কক্ষের সামনে পায়চারি করছেন মোস্তারী আহমেদ। এ সময় কলেজের অফিসের এক কর্মচারীকে যোগদানপত্র রিসিভ করার কথা বললে তাকে পাশ কাটিয়ে যান ওই কর্মচারী।
এ ব্যাপারে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভীন বলেন, এটা কলেজের অভ্যন্তরীণ ব্যাপার। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন না। সরাসরি এসে কথা বলুন। সাংবাদিকদের এখানে কোনো কাজ নেই।