Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবির সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২ মার্চ 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম

ঢাবির সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২ মার্চ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই পুনর্মিলনী হবে। 

চাঁদার পরিমাণ: জনপ্রতি ১৫০০ টাকা (অ্যালামনাই, স্পাউস, ফ্যামিলি মেম্বার)  ড্রাইভার: জনপ্রতি ৫০০ টাকা। 

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৪।

 রেজিষ্ট্রেশনের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ-

https://swaadu.org/all_fees.php

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
 
১. জনাব গোলাম রসুল সানি- ০১৭১৭২০৫০৪৫
২.অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান- ০১৭১১২০৯৭৫২
৩. অধ্যাপক ড. রবিউল ইসলাম - ০১৬২৫২৯৫৪৮০
৪.জনাব ওমর ফারুক এলিন- ০১৭০০৭৪৪৯০৯
৫. জনাব শেখ মাহবুবুর রহমান- ০১৭১৬৫১১৫১২
৬. জনাব ইসতিয়াক আহম্মেদ
০১৯১২৯৫৭২১০
৭.জনাব আলী হায়দার কোরায়শী   - ০১৭১৮৪১৯৪৪০।

এ  অনুষ্ঠান উপলক্ষে প্রতিবারে মতো এবারও একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশ করা হবে।  স্যুভেনির ২০২৪ প্রকাশের জন্য লেখা আহবান করা যাচ্ছে। 

স্যুভেনিরে প্রকাশের জন্য লেখা আগামী ১০ ফেব্রুয়ারির ২০২৪ তারিখের  মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে swaaiswrdu@gmail.com, এবং  mishagor1972@gmail.com 
মেইলে সফট কপি পাঠাতে হবে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম