Logo
Logo
×

শিক্ষাঙ্গন

স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে: সাদেকা হালিম

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে: সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশে এখনো সক্রিয়। তাদের সঙ্গে লড়াই এখনো অব্যাহত রয়েছে। এ লড়াই করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ লড়াইয়ে আমরা সবাই সরকারের সঙ্গে রয়েছি। শুধু সরকারকে দায়ী করলে চলবে না। আমাদের স্ব স্ব স্থানে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার সকালে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শহিদ বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী এটা বুঝতে পেরে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে; কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে স্বাধীনতার ৫২ বছরে এসেও পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া উচিত।

প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রথমে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও পরে রায়েরবাজার বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে পুষ্পস্তবক র্অপণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংবাদিক সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম