Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ব্যাংকিং সিএসআরের ওপর রিয়াজ বিন সাঈদের পিএইচডি ডিগ্রি অর্জন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

ব্যাংকিং সিএসআরের ওপর রিয়াজ বিন সাঈদের পিএইচডি ডিগ্রি অর্জন

রিয়াজ বিন সাঈদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত নৃবিজ্ঞান বিভাগ থেকে রিয়াজ বিন সাঈদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

তিনি বাংলাদেশের ব্যাংকসমূহের সিএসআর কার্যক্রমের আওতায় বিভিন্ন ব্যাংক থেকে স্কলারশিপ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী  ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণ পরবর্তী আর্থ-সামাজিক উন্নয়ন ডিস্কোর্স নিয়ে স্টাডি করেন। তার অভিসন্দর্ভের বিষয় -"Socio-Economic Development through Education:  A Study of the Role of CSR with Special Reference to the Commercial Banks"

উল্লেখ্য, তিনি এ গবেষণা কর্মে বৃটিশ, ভারতীয়, চায়নিজ, আফ্রিকান ও বাংলাদেশি বিভিন্ন গবেষণার তথ্য ও তত্ত্বের  সন্নিবেশ করেছেন। তার গবেষণা কর্মের সুপারভাইজার ও কো-সুপারভাইজার ছিলেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও ড. মো. আহসান আলী। পরীক্ষা কমিটির আহবায়ক ছিলেন ভারতের কল্যানী বিশ্বাবিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও এসকেবি বিশ্বাবিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. সমিতা মান্না এবং সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. মো. মিজান উদ্দিন। 

ড. রিয়াজ ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে Role of Foreign Remittance in Socio-economic development শীর্ষক গবেষণার ওপর এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে মাস্টার্সে ১ম শ্রেণীতে ৮ম ও অনার্স এ ২য় শেণীতে ৩য় স্থান এবং এইচএসসিতে (আলিম) মেধা তালিকায় ৪র্থ স্থান অর্জন করেন।

তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এর ওপর ১ম শ্রেণীতে ১ম স্থান নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক পিএলসিতে ২০০৭ সালে কর্মজীবন শুরু করে বর্তমানে তিনি  সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর নেছারিয়া ফাজিল (বিএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ. কে এম সাইদুল হক ও সুলতানা হকের ছোট পুত্র তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম