Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পাঁচ মাস পর অনলাইনে জাবির প্রথম বর্ষের ক্লাস

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

পাঁচ মাস পর অনলাইনে জাবির প্রথম বর্ষের ক্লাস

ভর্তি পরীক্ষার পর দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করতে পারেনি প্রশাসন। আগামী ৩০ নভেম্বর প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু হবে বলে জানা গেছে। তবে সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস চললেও এ সময় কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিতের লক্ষ্যে এগোচ্ছে। তবে আউটসোর্সিংয়ের মাধ্যমে হলে জনবল নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় নবনির্মিত হল চালু করা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের যেন গণরুমে ওঠাতে না হয় সেজন্য সাময়িকভাবে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘পাঁচ মাস পরও ক্লাস শুরু হয়নি, শুরুতেই সেশনজটে জাবির শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম