Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ড্যাফোডিল প্লাজায় শুরু ‘এডুকেশন এক্সপো’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

ড্যাফোডিল প্লাজায় শুরু ‘এডুকেশন এক্সপো’

ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় শুরু হয়েছে দুই দিনব্যাপী (১৭-১৮ সেপ্টেম্বর) ড্যাফোডিল এডুকেশন এক্সপো। 

ড্যাফোডিল পরিবারের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক সুবিধা নিয়ে আয়োজন করা হয়েছে এই এডুকেশন এক্সপো। 

রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মিসেস সারওয়াত রেজা। 

বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নাদির বিন আলী, পরিচালক (হিসাব ও অর্থ) হামিদুল হক খান, ডিআইআইটির অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. মাহামুদুল হাসান, দীপ্তির নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক কে এম পারভেজ ববি। 

সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে আর এ কাজের কান্ডারি হবে তরুণ শিক্ষার্থীরা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম