Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবিতে শোক দিবসের সভা শেষে ছাত্রলীগের দফায় দফায় মারামারি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম

ইবিতে শোক দিবসের সভা শেষে ছাত্রলীগের দফায় দফায় মারামারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনের আমবাগানে এ ঘটনা ঘটে।

এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুফতাইন আহমেদ সাবিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে তাকে ইবি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব তাকে ছুরিকাঘাত করেছেন বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ছাত্রলীগ নেতাদের চাপে ভুক্তভোগী ও অভিযুক্তরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হচ্ছেন না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় মিলনায়তনে ঢোকার সময় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও জিয়া হলের শিক্ষার্থী শামীম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শেখ রাসেল হলের শিক্ষার্থী আশিক কোরাইশির মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আলোচনা সভা শেষ উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শহীদ জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মীরা মারামারিতে জড়ায়। পরে বঙ্গবন্ধু হল ও লালন শাহ হলের ছাত্রলীগের কর্মীরাও যোগ দিলে চতুর্মূখী সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় মারামারির শুরু হলে শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন পদধারী নেতারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

অভিযুক্ত আকিব বলেন, শেখ রাসেল হলের ছেলেরা আমাকে মারধর করেছে, আমার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ওই সময় আমার জামা কাপড়ও ছিঁড়ে ফেলা হয়। ছুরিকাঘাতের বিষয়টি তিনি অস্বীকার করেন।

আইন বিভাগের শিক্ষার্থী শামীমের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, অতিথিদের নিয়ে ভিসির বাসভবনে গিয়ে মারামারির ঘটনা জানতে পারি। তাৎক্ষণিকভাবে সহকারী প্রক্টরদের ঘটনাস্থল এবং চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি। তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছি। খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এ ঘটনায় আমরা বিব্রত।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে এরপরে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ইবি বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এবং কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম