Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবি ছাত্রদলের ৫ সদস্যের কমিটি, ৩ জনের অসন্তোষ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৪:৫৪ এএম

চবি ছাত্রদলের ৫ সদস্যের কমিটি, ৩ জনের অসন্তোষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে ও সাধারণ সম্পাদক পদে আছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। 

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন।

কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া তিন নেতা। 

সাধারণ সম্পাদক পদ পাওয়া আবদুল্লাহ আল নোমান বলেন, আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম। আমার ত্যাগ এবং কাজকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমার চেয়ে ভালো কাউকে সভাপতি করলেও মেনে নিতে পারতাম।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন যুগান্তরকে বলেন, মাঠে-ময়দানে না থাকা নেতা তদবিরের মাধ্যমে সভাপতি হয়ে গেছেন। আমরা লিখিতভাবে বিষয়টির প্রতিবাদ জানাবো।

সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে যুগান্তরকে বলেন, একটা কমিটি দেওয়ার আগে সবকিছু যাচাই-বাছাই করেই দেওয়া হয়। আমাদের কমিটিও তার ব্যতিক্রম নয়। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় যুগান্তরকে বলেন, বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভালো কমিটি হয়েছে এবার। সিনিয়র সবাই পদ পেয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সারা দেশে যে আন্দোলন চলছে তা বেগবান করার জন্য কাজ করে যাব।

এর আগে গত বছরের ১১ নভেম্বর চবি ছাত্রদলের ২৪৩ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম