Logo
Logo
×

শিক্ষাঙ্গন

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ৬ শিক্ষার্থী আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ৬ শিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে সেখান থেকে ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। 

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আটক শিক্ষার্থীদের সংখ্যা আরও বেশি। অন্তত সাত-আটজনকে আটক করা হয়েছে।

এদিকে শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, এরা শিক্ষার্থী কিনা-এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। সোমবার কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।

আশরাফ হোসেন আরও বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে তাদের বিষয়ে সিদ্ধান্ত কী এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম