টানা বর্ষণে চবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
চবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম
টানা বৃষ্টিপাতে নাকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। একাধিক পাহাড় ধসে ও গাছ উপড়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নানা সমস্যার সৃষ্টি হয় ক্যাম্পাসজুড়ে। এমন পরিস্থিতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৮, ৯ ও ১০ আগস্ট বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা।
সোমবার রেজিস্ট্রার অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিভিন্ন পর্ষদের প্রতিনিধিদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও সব অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে সোমবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির পুরাতন ক্যান্টিনের পাশে একটি বসতঘরে পাহাড় ধসে পড়ে একজন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর আগে গত শনিবার পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সোমবার পর্যন্ত কেউ এসব কেন্দ্রে আশ্রয় নেয়নি।
সোমবার সকালে ক্যাম্পাসের কাটাপাহাড় রাস্তার পার্শ্ববর্তী পাহাড় ধসে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরিবহণ দপ্তর এলাকায় পাহাড় ধসে গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে বাস চলাচলে বিঘ্ন ঘটে। তবে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সব রাস্তা চলাচলের উপযুক্ত বলে জানায় কর্তৃপক্ষ।
এছাড়া ফতেয়াবাদ স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার বিশ্ববিদ্যালয়ের কোনো ট্রেনই ক্যাম্পাসে আসেনি। একটি ট্রেন ষোলোশহর স্টেশন ও আরেকটি ক্যান্টনমেন্ট স্টেশনে এসে থেমে যায়। এছাড়া চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে ক্যাম্পাসে আসতে ভোগান্তি পোহাতে হয় শহরে অবস্থান করা শিক্ষার্থীদের।
প্রক্টর ড. নুরুল আজিম সিকদার যুগান্তরকে বলেন, পাহাড় ধসে ও গাছ পড়ে যেসব রাস্তা বন্ধ ছিল সেগুলো দ্রুত সময়ে সচল করা হয়েছে। ক্যাম্পাসের অধিকাংশ এলাকায় এখন বিদ্যুৎ সংযোগ রয়েছে। পাশাপাশি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে বিশ্ববিদ্যালয়ের কলেজে আশ্রয় নিতে বলা হয়েছে। সোমবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ফের মাইকিং করা হয়েছে।