Logo
Logo
×

শিক্ষাঙ্গন

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি কর্মচারীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি কর্মচারীরা

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১৩ দিন অবস্থান ধর্মঘট ও দুই দিন আমরণ অনশন কর্মসূচি পালন শেষে উপাচার্যের বেতন বৃদ্ধির মৌখিক আশ্বাসে অনশন ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা। তবে পরবর্তীতে দাবি আদায় না হলে আবারো অনশনে বসবেন বলে জানিয়েছেন তারা।

সোমবার সন্ধ্যায় প্রশাসনের সাথে বৈঠক শেষে অনশন ভাঙার এ ঘোষণা দেন তারা।

কর্মচারীরা জানান, বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে তারা বেতন বৃদ্ধি করে চারশ টাকা থেকে ছয়শ টাকা করা এবং আগামীতে নিয়োগের ক্ষেত্রে আমাদের শতভাগ নিয়োগ দেওয়ার দুটি দাবি করেন। তবে বেতন ৬০০ টাকার পরিবর্তে ৫০ টাকা বৃদ্ধি করে ৪৫০ টাকা করার ব্যাপারে উপাচার্য জানিয়েছেন। আগামী ২ আগস্ট এটি অর্থ কমিটির সভায় এবং ১০ তারিখের পূর্বে সিন্ডিকেটে পাশ করাবেন বলে জানিয়েছেন উপাচার্য। তাই আমরা আপাতত অনশন স্থগিত করছি।

এর আগে গত ১৭ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা। পরবর্তীতে ১৩ দিন অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার থেকে আমরণ অনশনে বসেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম