এক মাসেও কানাডার ভিসা পেলেন না ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম
কানাডার ভিসার আবেদন করার পর এক মাসেও ভিসা পেলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
আর ভিসা না পাওয়ায় কানাডায় অনুষ্ঠিত একটি কনফারেন্সেও যোগ দিতে পারেননি। তবে প্রথমবার কানাডার ভিসার জন্য আবেদন করায় ভিসা পেতে দেরি হতে পারে বলে জানান তিনি।
কানাডায় অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছিলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৫ জুন তিনি ভিসার আবেদন করেছিলেন। বুধবার পর্যন্ত পাননি। ফলে তিনি কানাডা সফর বাতিল করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য যুগান্তরকে বলেন, আমি ভিসার জন্য আবেদন করেছি। বাকিটা কানাডিয়ান হাইকমিশনের বিষয়। এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ওয়েবসাইটে নোটিফিকেশন বলা আছে, তিন মাস সময় লাগতে পারে। যেহেতু মাত্র এক মাস হয়েছে এখনই কাউকে দোষারোপ করতে পারছি না।