Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জীববিজ্ঞান: চিত্র অঙ্কন গুরুত্বপূর্ণ

Icon

অনিমেশ কুমার সাহা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৬:২২ পিএম

জীববিজ্ঞান: চিত্র অঙ্কন গুরুত্বপূর্ণ

প্রিয় শিক্ষার্থীরা

আশা করি তোমরা সবাই ভালো আছ এবং নিশ্চয়ই সুন্দরমতো তোমাদের অতি সন্নিকটের এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ। এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর প্রায় শেষের দিকে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষাটি হবে। তাই এ সময়ে ও পরীক্ষার পূর্বে কীভাবে তোমরা এ বিষয়টিতে প্রস্তুতি নিবে এবং পরীক্ষায় কীভাবে লিখলে অনেক বেশি ভালো করা যাবে সেই বিষয়ে তোমাদের কিছু নির্দেশনা।

জীববিজ্ঞান বিষয়টির মানবণ্টন সম্বন্ধে তোমরা অবগত, যেটি হলো রচনামূলক-৫০, বহুনির্বাচনি-২৫ এবং ব্যবহারিক-২৫। কাজেই প্রতিটি অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ ভালো ফলাফলের জন্য। করোনা মহামারির কারণে তোমাদের সিলেবাসটি কিছুটা সংক্ষিপ্ত করে আটটি অধ্যায়ের মধ্যে রাখা হয়েছে। তোমাদের পরীক্ষাতেও ৮টি সৃজনশীল প্রশ্নের মধ্যে ৫টি উত্তর করতে হবে।

এক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে কোনো ৫টি অধ্যায় ভালোভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো করবে, সেই চিন্তা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের যে ৪টি করে অংশ থাকে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, সেটি জীববিজ্ঞানের ক্ষেত্রে ১টি প্রশ্ন ৪টি অধ্যায়ের থেকেও হতে পারে, কেননা বিভিন্ন অধ্যায়ের বিষয়গুলো পারস্পরিক সম্পর্কযুক্ত। তাই কোনো অধ্যায়ের কোনো বিষয় ভালো ফলাফলের জন্য বাদ দেওয়া বা সাজেশন করে পড়া ঠিক হবে না।

কাজেই পরীক্ষার আগে যে কয়টি দিন তোমার হাতে আছে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা জীববিজ্ঞান বিষয়টি পড়বে এবং পরীক্ষার শুরুর ঠিক আগে ১টি দিন সময় রেখে রিভিশন করে নিবে। এস.এস.সি.তে জীববিজ্ঞান পরীক্ষার পূর্বে একদিন যেহেতু বন্ধ আছে সেহেতু তোমরা রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পাবে। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে তোমরা আগে বহুনির্বাচনি অংশের প্রস্তুতি নিবে যাতে করে পুরোটা রিভিশন হয়ে যায় এবং পরবর্তী সময়ে রচনামূলক অংশের বিষয়গুলো দেখবে।

রিভিশনের সময় কিছুটা লিখবে যাতে করে নির্দিষ্ট সময়ের মাঝে পরীক্ষা শেষ করার বিষয়টিরও একটু প্রস্তুতি হয়ে যায়। জীববিজ্ঞানে চিত্র অঙ্কন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের আগে থেকে অনুশীলন করে যেতে হবে। পরীক্ষার সময় যে প্রশ্নটির উত্তর লেখা শুরু করবে সেটির ৪টি অংশ অবশ্যই শেষ করবে।

সুনির্দিষ্টভাবে উত্তর লিখবে, কেননা বিজ্ঞানের বিষয়গুলোতে অপ্রয়োজনীয় অংশ লেখার খুব বেশি সুযোগ নেই। এতে করে তোমরা অতিরিক্ত কোনো নম্বর তো পাবেই না, বরং প্রশ্ন উত্তরের সময়টুকু বণ্টনে তোমাদের সমস্যা হতে পারে। ব্যবহারিক পরীক্ষার আগে তোমরা ব্যবহারিক খাতাটি সুন্দর করে উপস্থাপন করবে এবং সমান গুরুত্ব দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিবে। আশা করি তোমাদের জীববিজ্ঞান পরীক্ষাটি অনেক সুন্দর ও ভালো হবে। তোমাদের সবার জন্য রইল অনেক শুভকামনা।


প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম