নটরডেম কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান ৯৯ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর এ এন রাশেদা এবং প্রফেসর মো. মিজানুর রহমান।
নটরডেমিয়ান ৯৯ এর সাধারণ সম্পাদক ডাক্তার আরমান রেজার সঞ্চলনা ও মেহেদী হাসান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম চৌধুরী, শাহরিয়ার আলম পলাশ, ওমর ফারুক এলিন এবং মঈনুল ইসলাম চৌধুরী পায়েল।
নটরডেমিয়ান ৯৯ এর সন্তানদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানানো ও চর্চার প্রয়াসে একটি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় সম্প্রতি। ইফতার মাহফিলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নটরডেমিয়ান ৯৯ এর সন্তানদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়া শিক্ষকদ্বয় বলেন, শিশু কিশোরদের মধ্যে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেয়ার এ আয়োজন সত্যিই প্রশংসার।
একই আয়োজনে, সড়ক দুর্ঘটনায় আহত নটরডেমিয়ান ৯৯ এর দুই বন্ধু সন্তু শিহাব ও সঞ্জয়ের সুস্থতা কামনা করে দোয়া পরিচালিত হয়।