রাবিতে রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম
স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের পর ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে ও বহিরাগতদের আনাগোনা কমাতে রাত সাড়ে ৮টার মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাহিদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মঙ্গলবার রাত সাড়ে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।