Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০১:০৭ পিএম

রাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলানোর পাশাপাশি উপাচার্য বাসভবনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। 

রোববার বেলা সাড়ে ১১টায় অবস্থানে বসেন শিক্ষার্থীরা। এ সময় আগের দিন স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চ্যানেল২৪-এ প্রচারিত সংবাদকে একপেশে অভিযোগ তুলে সংশ্লিষ্ট চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাপারসনকে মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন শিক্ষার্থীরা।

এই প্রতিবেদনে লেখার সময় দুপুর সাড়ে ১২টায় অবস্থান কর্মসূচি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শাবাশ বাংলাদেশ মাঠে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।

এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এর পর মিছিলটা সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তোলেন ক্যাম্পাস। পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে এসে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম