Logo
Logo
×

শিক্ষাঙ্গন

৫২ বছর পর পিএইচডি ডিগ্রি অর্জন 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ পিএম

৫২ বছর পর পিএইচডি ডিগ্রি অর্জন 

ড. নিক অ্যাক্সটেন। ৭৬ বছর বয়সি মার্কিন নাগরিক। তিনি পিএইচডি শুরুর ৫২ বছরেরও বেশি সময় পর ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল তার স্ত্রী ক্লেয়ার অ্যাক্সটেন ও ১১ বছর বয়সি নাতনি ফ্রেয়ার সামনে তাকে পিএইচডি ডিগ্রিতে ভূষিত করেন। বিবিসি। 

নিক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটার্সবার্গে ১৯৭০ সালে গাণিতিক সমাজবিজ্ঞানের ওপর গবেষণা শুরু করেন। কিন্তু পাঁচ বছর পরই তিনি যুক্তরাজ্যে ফিরে আসেন পিএইচডি শেষ না করে। 

তিনি মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পেলেও তার মতে তার গবেষণাটি ‘অত্যন্ত কঠিন’ ছিল। 

ড. অ্যাক্সটেনের গবেষণা থেকে মানুষের আচরণ বোঝার নতুন এক তত্ত্ব বেরিয়ে আসছে। প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনার ওপর এই তত্ত্ব দাঁড়িয়ে আছে। ড. অ্যাক্সটেনের বিশ্বাস অনুযায়ী, আচরণগত মনোবিজ্ঞান সম্পর্কে নতুনভাবে ভাবার সম্ভাবনা আছে এই তত্ত্বের। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম