ইউজিসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে আলটিমেটাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব থাকা অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। এর মধ্যে পদত্যাগ না করলে ইউজিসি ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। তারা শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির সচিবের কাছে তাকে অপসারণের জন্য এ সময় বেঁধে দেন।
আন্দোলনকারীরা বলেন, আলমগীর একজন স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ, স্বৈরাচারের দোসর। তাকে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্বসহ সদস্য পদ থেকে অপসারণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনের তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেন ইউজিসি। এ সময় শিক্ষার্থীদের চরম বিপদে পড়তে হয়। এতে অতিউৎসাহী হিসাবে ভূমিকা পালন করেন ইউজিসির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) আলমগীর ও সাবেক সচিব ফেরদৌস জামান। ৫ আগস্টের পর শিক্ষার্থী ও ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের একধরনের তোপের মুখে তাকে অন্যত্র বদলি করা হয়। একই সঙ্গে পদত্যাগ করেন চেয়ারম্যান আলমগীর। পরে তাকে আবার এই দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে আবার অস্থিরতা চলেছে এই প্রতিষ্ঠানে।
মানববন্ধনে প্রকৌশলীরা জানান, আলমগীর ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২ মেয়াদে ৮ বছর কুয়েটের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময়ে কুয়েটের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয়।
ফাহিদ নামে কুয়েটের সাবেক এক ছাত্র বলেন, আলমগীরের সময়ে বহিরাগত ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুললে ক্যাম্পাস অশান্ত ও অস্থিতিশীল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কয়েকবার কুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।