Logo
Logo
×

অন্যান্য

জবির ওপর গুচ্ছ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষক সমিতির

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

জবির ওপর গুচ্ছ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষক সমিতির

গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জোর করে সিদ্ধান্ত  চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান।

তিনি বলেন, যখন জবি এগিয়ে যাচ্ছে, তখন গুচ্ছ পদ্ধতির মতো হ-য-ব-র-ল একটি ব্যবস্থা জিইয়ে রেখে জগন্নাথকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমাদের নিজস্ব একাডেমিক কাউন্সিল আছে, তারা ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ। তা সত্ত্বেও আামাদের ওপর বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে।

মাশরিক হাসান আরও বলেন, ১৯৭৩ সালের অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয় থেকে বাকি সব বিশ্ববিদ্যালয়কে আলাদা করে রাখা হচ্ছে। 

এটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি পরিকল্পিত এলিট শ্রেণি প্রতিষ্ঠার পাঁয়তারা বলেও অভিযোগ করেন তিনি।

মাশরিক হাসান বলেন, ছাত্র হয়রানির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত গুচ্ছ পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ৩০ শতাংশ আসন খালি থেকে যাচ্ছে। পাঠদান শুরুতে বিলম্ব হচ্ছে। এর আগে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতির সময় কোনো আসন খালি থাকার নজির ছিল না। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটা কারসাজি থাকতে পারে; কারণ ভর্তি প্রক্রিয়ায় বিলম্ব হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশি পরিমাণ শিক্ষার্থী ভর্তি করাতে পারে। 

ভর্তি প্রক্রিয়ার সমস্যা নিরসনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার আয়োজন করার দাবি জানায় শিক্ষক সমিতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম