বশেমুরবিপ্রবি ছাত্রীকে হেনস্তা বাসসহকারীর
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাসচালকের সহকারীর বিরুদ্ধে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এহিয়া শিকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে জানা গেছে। মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগপত্রে বিচার চেয়ে আবেদন করেন।
এতে জানানো হয়, ১৩ ডিসেম্বর ভোরে এহিয়া বাসের জন্য অপেক্ষমাণ ওই ছাত্রীকে বাস পরে ছাড়ার কথা জানিয়ে বাসের ভেতরে এসে বসতে বলেন। সে সময়ে এহিয়া ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে সাহায্যের ব্যাপারেও আলোচনা করেন। এক পর্যায়ে তিনি হেনস্তা করেন।
জানা গেছে, অভিযুক্ত এহিয়ার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এছাড়াও তিনি একাধিক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে চাকরির দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আÍসাৎ করেছেন বলে মৌখিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, নিজেদের বিশ্ববিদ্যালয়ের বাসের ভেতর এমনটা হবে আমি কখনো ভাবিনি।
অভিযুক্ত এহিয়া বলেন, আমি বিবাহিত। ঘরে আমার ৩টি মেয়ে আছে। এ বিষয়ে আমি কিছু জানি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক বলেন, ঘটনা সত্য হলে অভিযুক্ত ব্যক্তি অবশ্যই শাস্তি পাবেন।