Logo
Logo
×

বাজেট

৩১৭ কোটি টাকা বাড়ছে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

৩১৭ কোটি টাকা বাড়ছে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে। এতে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  একই সঙ্গে সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা। 

সে হিসেবে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান।  

২০২৩-২০২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল ১ হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয়েছে ১ হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও, সংশোধিত বাজেটে সেটি হয় ২৩৬ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা।  

বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। আবার গত অর্থ বছরে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম