Logo
Logo
×

বইমেলা

'সেলাই করা হাওয়ার গান' নিয়ে বইমেলায় কবি মালেক মুস্তাকিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ এএম

'সেলাই করা হাওয়ার গান' নিয়ে বইমেলায় কবি মালেক মুস্তাকিম

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এ সময়ের তরুণ কবি মালেক মুস্তাকিমের নতুন কবিতার বই ‘সেলাই করা হাওয়ার গান’। বইটি মেলায় এনেছে খ্যাতনামা প্রকাশনী অন্যপ্রকাশ।

মালেক মুস্তাকিমের লেখালেখি শুরু শূন্য দশকে। দীর্ঘ সময় ধরে তিনি কাব্য চর্চায় নিয়োজিত রয়েছেন। ছাত্রজীবনে লেখালেখির শুরু। একসময় লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ার সময়ে কবি, অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন সম্পাদিত একবিংশ পত্রিকার সঙ্গে জড়িয়ে পড়েন। সাহিত্য সাময়িকী এবং ছোট কাগজে নিয়মিত লিখছেন।

ভিন্ন রকমের ভাবনা, ভাষা, শব্দ চয়ন এবং চিত্রকল্প নির্মাণের জন্য ইতোমধ্যেই ভিন্ন স্বরের কবি হিসেবে পরিচিতি পেয়েছেন। তার কবিতা পাঠককে ভিন্নভাবে ভাবতে এবং চিন্তা করতে প্রয়াস জোগায়।

মালেক মুস্তাকিম কবিতায় অনবদ্য অবদানের জন্য তরুণ কবি ক্যাটাগরিতে পেয়েছেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার- ২০২৩।

এখন পর্যন্ত তার প্রকাশিত সবগুলো কবিতার বই পাঠকনন্দিত হয়েছে। ভুল, ছায়া ও বিষন্নতা, একান্ত পাপগুচ্ছ, আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 

বইমেলায় অন্যপ্রকাশের ১০ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম