Logo
Logo
×

বইমেলা

বইমেলায় ফারজানা আক্তারের ‘গল্পের বন্ধু’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

বইমেলায় ফারজানা আক্তারের ‘গল্পের বন্ধু’

অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ফারজানা আক্তারের প্রথম শিশুতোষ গল্পের বই ‘গল্পের বন্ধু’। ‘দাঁড়িকমা প্রকাশনা’ থেকে এটি প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে মেলার ৪৮৮ নাম্বার স্টলে। বইটির প্রচ্ছদ এবং বইয়ের ভেতর গল্পের সঙ্গে মিল রেখে ছবি অংকন করেছেন লুৎফি রুনা।

‘গল্পের বন্ধু’ বইটি একটি মানবিক গল্প। পুরো গল্প জুড়ে রয়েছে পজিটিভ ভাইভ। কিছুটা প্যারেন্টিংয়ের আঁচও রয়েছে। 

টুটুল, টুম্পা এবং রাফি তিন শিশুর গল্প নিয়ে মূলত ‘গল্পের বন্ধু’ বইটির গল্প এগিয়েছে। রাফি প্রচন্ড ডিভাইস এডিক্টেড। ফোন ছাড়া এক সেকেন্ডও তার চলে না। অন্যদিকে টুটুল এবং টুম্পা পড়াশোনা করতে ভালোবাসে। পড়াশোনার বাইরে মাকে নানানভাবে নানান কাজে সহযোগিতা করে। রাফি ধনী পরিবারের সন্তান, অন্যদিকে টুটুল এবং টুম্পা দরিদ্র পরিবারের। 

ফারজানা আক্তার মূলত সমসাময়িক নানান ইস্যু নিয়ে ছোট গল্প লিখেন। মতামত বিভাগেও লিখেন। ই-বুক বইয়ে তার লেখা ছোট গল্প রয়েছে। ছাপা কপিতে ‘গল্পের বন্ধু’ তার লেখা প্রথম বই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম