
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৭ এএম
প্রেমের ময়দানে পা রাখলেন অক্ষয়পুত্র, কে এই সুন্দরী?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম

আরও পড়ুন
বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে প্রেম করছেন? হুমা কুরেশির ঈদ পার্টিতে রহস্যময়ী সুন্দরীকে নিয়ে এ দিন পার্টিতে যোগ দেন অক্ষয়পুত্র আরভ ভাটিয়া। পুরো সময় এক সঙ্গে কাটাতে দেখা যায় তাদের। এখানেই শেষ নয়, ওই সুন্দরী আরভের সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসেন!
কে এই সুন্দরী? আরভের সঙ্গে কী সম্পর্ক তার? ইনিই কি তা হলে অক্ষয় কুমার-টুইঙ্কল খান্নার হবু বৌমা? না হলে এক গাড়িতে পার্টিতে আসেন কী করে?
কৌতূহল মাথাচাড়া দিলেও উত্তর যথারীতি মেলেনি। তবে আরভ এ দিন সঙ্গিনীকে নিয়ে যথেষ্ট সপ্রতিভ ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সে দিকটিও কারো নজর এড়ায়নি। কালো রঙের পাঞ্জাবিতে আরভ ভীষণ ঝকঝকে। হাতে জড়ানো ছিল বেলফুলের মালা। গাড়িতে তার পাশে রহস্যময়ী লাল সালোয়ার-কামিজের সুন্দরী। উভয়ে হাসিমুখে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন! তখনো কোনো জড়তা নেই তাদের মধ্যে।
এর পর ঈদের উপহার নিয়ে উভয়ে গাড়ি থেকে নামেন। মেয়েটি আগে আগে, তাকে অনুসরণ করে পার্টিতে পা রাখেন আরভ। দেখে উপস্থিত আমন্ত্রিতদের মত, হাসি থেকে শরীরের গড়ন— সবেতেই যেন আরভ তার বাবা অক্ষয় কুমারের ছায়া! পরে দুজনের ছবি, ভিডিও ভাইরাল হতেই মন্তব্য বাক্সে কিছু জনের বক্তব্য, আরভের সঙ্গিনী সম্ভবত তার তুতো বোন সিমার ভাটিয়া। অক্ষয়ের বোন অলকা ভাটিয়ার মেয়ে। ভাই-বোন একসঙ্গে এসেছিলেন হুমা কুরেশির পার্টিতে।