Logo
Logo
×

বিনোদন

যেভাবে কাটল বিনোদন তারকাদের হোলি খেলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

যেভাবে কাটল বিনোদন তারকাদের হোলি খেলা

বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবইকে নিয়ে বসন্ত উৎসব উদযাপনে মাতোয়ারা বলিউডের নায়ক-নায়িকারা। অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সেসব মুহূর্ত।

বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি। বছরের ব্যস্ততা একদিকে, আরেক দিকে রঙের পরব। কেউ সপরিবার, কেউ যুগলে। আবার কারও ভাঙা সম্পর্ক জোড়া লাগল এই ফাঁকে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন।

অমিতাভ-জয়া

পর্দায় তিনি কখনো রেখার সঙ্গে রঙের খেলায় মাতোয়ারা, কখনো আবার হেমা মালিনীর সঙ্গে। কিন্তু বাস্তবজীবনে সঙ্গিনী অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে প্রায় প্রতি বছর এই দিনটা উদযাপন করেন বলি শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এ বছরও পরিবারের প্রথা মেনে নেড়াপোড়া করেছেন তারা।

ভিকি-ক্যাটরিনা

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রায় চার বছরের বিবাহিত জীবন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। বিয়ের পর থেকে প্রতিবার রঙের উৎসবে শামিল হতে দেখা গেছে  অভিনেত্রীকে। এবারও স্বামী, দেওর ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে হোলি খেললেন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকির গাল সোহাগের রঙে রাঙালেন অভিনেত্রী।

বিজয়-তামান্না

গত কয়েক দিন ধরেই মায়ানগরী সরগরম অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিচ্ছেদের খবরে। সদা একসঙ্গে থাকতেন যে জুটি, তাদেরই নাকি পথ আলাদা হয়েছে। কিন্তু রঙের উৎসবে যেন ফের কাছাকাছি তারা। এদিন অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বাড়িতে রঙ খেলে বেরোতে দেখা যায় যুগলকে। যদিও তারা আলাদা আসেন, বেরোনো আলাদাভাবে। তবে যখন বাড়ি ফেরেন, তামান্নার সারা শরীরজুড়ে সবুজ গোলাপি রঙে ছয়লাপ। রঙিন হয়ে উঠলেন বিজয়ও। তাদের মধ্যকার সমস্যার সমাধান সূত্র মিলল কিনা তা অবশ্য অজানা।

মালাইকা

গত বছর প্রেম ভেঙেছে মালাইকা অরোরার। তারপর থেকে কাজেই ডুবে আছেন অভিনেত্রী। দোলের দিনেও ছুটি নেই। কলকাতায় এসেছেন অভিনেত্রী এক অনুষ্ঠানে। সেখানে নিজের ‘ঢোলনা’ গানে নাচতে দেখা যায় তাকে।

কার্তিক আরিয়ান

এ মুহূর্তে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তার প্রেমের চর্চা সর্বত্র। যদিও দোল উদযাপন করেছেন বাড়িতেই, বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। হোলির রঙে রঙিন করেছেন সহকারী থেকে বন্ধু— সবাইকে। একেবারে মন খুলে আবির নিয়ে হুল্লোড় আরিয়ান পরিবারে।

সোনাক্ষী-জাহির

এমনিতেই স্বামীকে চোখে হারান সোনাক্ষী। তবে রঙের উৎসবে একা একা সোনাক্ষী। এ মুহূর্তে নিজের আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। জাহির রয়েছেন মুম্বাইয়ের। বিয়ের পর প্রথম দোল জাহিরকে ছাড়াই কাটাতে হলো সোনাক্ষীকে।

সালমান 

এ বছর শুটিংয়ে ব্যস্ত ভাইজানখ্যাত সালমান খান। তাই ‘সিকান্দার’ সিনেমার সেটেই হলো রঙ খেলা। সেটে কচিকাঁচাদের সঙ্গে উৎসবে রঙিন হয়ে উঠলেন ভাইজান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম