Logo
Logo
×

বিনোদন

আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার একদিনের মধ্যেই যে সিদ্ধান্ত নিলেন গৌরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:২২ এএম

আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার একদিনের মধ্যেই যে সিদ্ধান্ত নিলেন গৌরী

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর।

নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। যদিও ফটোসাংবাদিকদের সঙ্গে এখনো ততটা সম্পৃক্ত হতে পারেননি অভিনেতার প্রেমিকা। তবে সবটা শিখিয়ে-পড়িয়ে নেবেন বলেই জানিয়েছেন আমির। ১৩ মার্চ প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর। আসলে গৌরীর সঙ্গে আলাপ করালেও তার ছবি তুলতে মানা করেন আমির খান। কথা রেখেছেন ফটোগ্রাফাররাও। রাতারাতি প্রচারের আলোয় চলে আসতেই কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতার প্রেমিকা?

১৪ মার্চ অভিনেতার জন্মদিন। সেই মতো বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সাদা আলো গাছে নানা রকমের সজ্জা দিয়ে সাজানো, কেক থেকে খাওয়াদাওয়া সব কিছুর আয়োজন করেন তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিলেন। নিজের সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন আমির। তার প্রেমিকাও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান। সে কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন গৌরী!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম