Logo
Logo
×

বিনোদন

বিপাশার বিরুদ্ধে মিকার বিস্ফোরক মন্তব্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

বিপাশার বিরুদ্ধে মিকার বিস্ফোরক মন্তব্য

ছবি: সংগৃহীত

গত কয়েকবছর ধরে পর্দায় দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। পাঁচ বছর আগে ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। এ সিনেমায় তার স্বামী করণ সিং গ্রোভারও তার সঙ্গে ছিলেন। প্রজেক্টটি প্রযোজনা করেছেন গায়ক মিকা সিং। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা এই তারকা জুটির ওপর অভিযোগ আনেন। তিনি বলেন, ওরা (বিপাশা ও করন) তার টাকা নষ্ট করেছে এবং সঠিকভাবে কাজ করেনি। এটা বলেই ক্ষান্ত হননি মিকা। বলেছেন বিপাশার বেকার থাকার কারণ। তিনি বলেন, ‘সবই কর্মফল। এত অহংকারী বলেই কাজ পাচ্ছে না!’ 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিকা বলেন, মিকা পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় বলেছেন, ‘করণকে আমার খুব ভালো লাগত। তাই তার সঙ্গে সঙ্গে একটি সিনেমা বানাতে চেয়েছিলাম, যা আমার সংগীতকে প্রমোট করতে পারে। যার বাজেট শুরুতে ৪ কোটি টাকা ছিল। 

কিন্তু বিপাশার জিদে বাজেট ১৪ কোটি টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমি অন্য একজন অভিনেত্রীকে বেছে নিয়েছিলাম। কিন্তু বিপাশা চেয়েছিলেন এতে কাজ করতে। লন্ডনে সেট করা হয়েছিল। ফলে পরিস্থিতি এমন হয়েছে যে, আমার মতো ছোট প্রযোজকরা সিনেমা বানানোর সিদ্ধান্তে সারা জীবন আফসোস করবে।’ 

মিকার দাবি, শুটিং চলাকালীন বিপাশা করণের স্বাস্থ্য সমস্যার নিয়ে নানা অজুহাতে একাধিক সময় দেরি করে আসতেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম