Logo
Logo
×

বিনোদন

কন্যা রাহার সব ছবি মুছে ফেললেন আলিয়া, কিন্তু কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:১৪ এএম

কন্যা রাহার সব ছবি মুছে ফেললেন আলিয়া, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল রাহা কাপুরের একগুচ্ছ ছবি। ভক্ত-অনুরাগীরা প্রায়ই একরত্তির ছবির জন্য সেই অ্যাকাউন্ট ঘেঁটে দেখতেন। হঠাৎ নিজের সামাজিক মাধ্যম থেকে রাহার সব ছবি মুছে দিলেন অভিনেত্রী। হঠাৎ কী এমন হলো যে এ সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট?  এ নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। রাহার মুখ দেখা যাচ্ছে, এমন সব ছবিই প্রায় মুছে দিয়েছেন  অভিনেত্রী।

এমনকি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই আলিয়ার সামাজিক মাধ্যমে। রাহার একটি ছবিই শুধু রয়েছে। নতুন বছর উদযাপনের আগে ছবিটি পোস্ট করেছিলেন আলিয়া। রণবীর ও আলিয়ার কোলে ছোট্ট রাহা রয়েছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না তার মুখ।

আলিয়ার অনুরাগীরা মনে করছেন, নিরাপত্তার খাতিরেই রাহার সব ছবি সরিয়ে দিয়েছেন তিনি। অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া। তাই সব ছবি মুছে দিয়েছেন তিনি।

সাইফের ওপর হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল বলিউড। তদন্তে জানা গিয়েছিল এক দুষ্কৃতকারী প্রথমেই ঢুকে পড়ে কারিনা-সাইফের ছোট ছেলে জেহর ঘরে। ছোট্ট জেহ সেই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে গিয়েছিল। ন্যানির সাহায্যে কোনোমতে সেই ঘর থেকে পালিয়ে যায় সে। সেই ঘটনার পর থেকে সতর্ক হয়ে পড়েছেন কারিনা ও সাইফও। দুই সন্তানকে কখনই ফটোসাংবাদিকদের থেকে আড়াল করেননি তারকা দম্পতি। বরং ফটোসাংবাদিকদের সঙ্গে দুই খুদের ভালোই সখ্য দেখা গেছে। ক্যামেরার সামনে তাদের নানা অঙ্গভঙ্গিও করতে দেখা গেছে তাদের অতীতে। কিন্তু সেসব বন্ধ হয়েছে। ফটোসাংবাদিকদের সামনে আর দুই পুত্রকে আনছেন না কারিনা ও সাইফ। এই নিরাপত্তার কথা মাথায় রেখে আলিয়াও সতর্ক হয়েছেন বলে ধারণা করছেন নেটিজেনরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম