Logo
Logo
×

বিনোদন

শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে

বলিউড বাদশাহ শাখরুখ খান গত বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো সিনেমা দশর্কদের উপহার দিয়ে পর্দা কাঁপিয়েছেন। শুধু তাই নয়, সারাবিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বাদশাহ।

তবে পর্দায় কিং খানকে একাধিকবার বন্দুকের সামনে দাঁড়াতে দেখা গেলেও কিন্তু পর্দার বাইরেও বাস্তবে বন্দুক মাথায় ঠেকানো হয়েছিল তাকে। নেওয়া হয়েছিল টেনেহিঁচড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

সেই সময় একই সঙ্গে দুই সিনেমায় কাজ করছিলেন কিং খান। ফলে শুটিংয়ের সময় নিয়ে হয়েছিল ঝামেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানিয়েছেন পরিচালক কুন্দন শাহ।

‘কাভি হাঁ কাভি না’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ খান। ‘দিওয়ানা’ সিনেমার কলাকুশলীরা ‘কাভি হাঁ কাভি না’ ছবির সেটে পৌঁছে শাহরুখের মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো টেনেহিঁচড়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

কুন্দন শাহ বলেন, শাহরুখ খানের দুটি সিনেমার তারিখ নিয়ে সমস্যা হয়েছিল। মাথায় বন্দুক ঠেকিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল শাহরুখকে। এটা বেশ মজার ছিল।

শাহরুখের সঙ্গে কুন্দনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাই তারিখ নিয়ে মাথা না ঘামিয়ে ‘কাভি হাঁ কাভি না’ ছবির জন্য রাজি হয়ে গিয়েছিলেন শাহরুখ। এমনকি তাদের চুক্তিপত্রও ছিল না। একটি সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছিলেন বাদশাহ। চুক্তির সময় অগ্রিম পারিশ্রমিক বাবদ শাহরুখকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন কুন্দন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম