আমার মনে হয়, গত সপ্তাহেই দেখেছি মুখ খুললে কি হয়: এআর রহমান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ এএম

'ইন্ডিয়াস গট ট্য়ালেন্ট'-এ কৌতুকাভিনেতা-ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে নেটদুনিয়া। এর মধ্যেই ভারতীয় সংস্কৃতি, পারিবারিক পরম্পরা ও ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগে ইউটিউবার রণবীরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। অনেকেই রণবীরের এহেন মন্তব্যে ছিঃ ছিঃ করছেন। এমনকি রণবীরের মন্তব্য নিয়ে নাম করে তার সমালোচনা করলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান।
সম্প্রতি ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার সিনেমা 'ছাবা'র একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআর রহমান। সেখানেই ভিকি সংগীতশিল্পীকে তিনটি ইমোজি দিয়ে তার সংগীতকে বর্ণনা করতে বললেন।
তখন অস্কারজয়ী এ সুরকার একটা 'মুখ বন্ধ রাখা' ইমোজি বেছে নেন। সেখানে মজা করে তিনি বলেন, আমার মনে হয়, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মুখ খুললে কি হয়! রহমানের এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। কারণ সচরাচর মুখচোরা রহমানকে কোনো কিছু নিয়ে মন্তব্য করতে দেখা যায় না। সেই রহমান যখন রণবীর আলাহাবাদিয়ার নাম না করে প্রকাশ্যে তার সমালোচনা করেন, তখন অবাক হতে হয় বৈকি!
এদিকে বিতর্কের মুখে ইতোমধ্যে সময় রায়না ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ সম্পর্কিত সব ভিডিও মুছে ফেলেছেন। এই কৌতুকাভিনেতা ফটো-শেয়ারিং অ্যাপে লিখেছেন, 'যা কিছু ঘটছে তা আমার পক্ষে সামলানো খুব কঠিন। আমি আমার চ্যানেল থেকে ইন্ডিয়াস গট ট্যালেন্টের সব ভিডিও সরিয়ে ফেলেছি। আমার একমাত্র লক্ষ্য ছিল মানুষকে হাসানো ও আনন্দ দেওয়া। আমি তদন্তকারী সব সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, যাতে তারা তাদের তদন্ত সুষ্ঠুভাবে শেষ করতে পারেন।'
এদিকে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন রণবীর। তিনি বলেন, আমার মন্তব্য সঠিক ছিল না, এমনকি মজারও ছিল না, স্বীকার করছি। কৌতুকে আমি সত্যিই পটু নই। তাই আমি সরি বলছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে, আমি কি এভাবে আমার এই প্ল্যাটফর্ম ব্যবহার করি? রণবীর বলেন, সত্যিই, আমি এটা এভাবে ব্যবহার করতে চাইনি।
এ ইউটিউবার বলেন, যা কিছু ঘটেছে আমি সেই প্রসঙ্গে কোনো যুক্তি দিতে চাই না। আমি শুধুই ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগতভাবে আমার বিচারে ত্রুটি ছিল। আমার জন্য এটা সত্যিই দুর্দান্ত ছিল না।
উল্লেখ্য, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে রণবীর বলেছিলেন, আপনি কি আপনার বাবা-মায়ের যৌনতা দেখবেন, নাকি সেই যৌন খেলায় অংশ নিয়ে চিরতরে সেটি বন্ধ করবেন?’ এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন প্রতিযোগী। সেই সময় হেসে গড়িয়ে পড়তে দেখা যায় সময় রায়না, আশিস চঞ্চলানি, জাসপ্রিত সিং ও অপূর্ব মাখিজাকে।