বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণ বেশ ব্যয়বহুল এবং লাভজনক বটে। অনেকেই লাভের আশায় সেখানে ইনভেস্ট করেন। কেউ কেউ লাভ করেন, আবার কারও কপালে জোটে ব্যর্থতা।
বলিউডের ইতিহাসে এমন একটি সিনেমা আছে, যেটির ব্যর্থতা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। সিনেমার নাম ‘দ্য লেডি কিলার’। পরিচালক অজয় বহেল। অভিনয় করেছেন অর্জুণ কাপুর ও ভুমি পেদনেকর। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তির পর আয় করেছে মাত্র ৬০ হাজার রুপি! গত বছর নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর প্রেক্ষাগৃহে মাত্র ৫০০টি টিকিট বিক্রি হয়েছিল।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটির ক্লাইম্যাক্সটি পুরোপুরি শুট করা হয়নি। অসম্পূর্ণ অবস্থায় মুক্তি পায় এটি। এর কারণ ছিল সিনেমাটি গত বছর ডিসেম্বরে স্ট্রিমিং রিলিজের জন্য নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। তাই নভেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তির মুক্তির প্রয়োজন ছিল। নাহলে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাবে। তাই প্রযোজনা সংস্থা হাতে গোনা কয়েকটি সিনেমাহলে ‘অসম্পূর্ণ’ অবস্থতাতেই কোনও প্রচারণা ছাড়াই মুক্তি দেন। মুক্তির পর প্রেক্ষাগৃহের ভরাডুবি দেখে শেষতক নেটফ্লিক্সও স্ট্রিমিং রিলিজের চুক্তি বাতিল করে। অবশেষে, চলতি বছরের সেপ্টেম্বরে ইউটিউবে বিনামূল্যে মুক্তি পায় সিনেমাটি।