Logo
Logo
×

বলিউড

‘প্রেমের ছবিতে অভিনয় করতে খুব একটা আগ্রহ দেখাতেন শাহরুখ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম

‘প্রেমের ছবিতে অভিনয় করতে খুব একটা আগ্রহ দেখাতেন শাহরুখ’

বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরেই ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি সিনেমা মুক্তি দিয়েছিলেন। তিনটি সিনেমাই বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ব্যবসা সফল এই তিনটি সিনেমার মধ্যে দুটি ব্লকব্লাস্টারের তকমা পেয়েছে। সেই দুটি সিনেমাই ছিল ভরপুর অ্যাকশনে ঠাসা। আর তাই প্রেমের ছবিতে অভিনয় করতে খুব একটা আগ্রহ দেখাতেন এ কিং খান বলে জানান পরিচালক।

এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নিখিল আদভানি বলেন, নিজের ফিল্মি ক্যারিয়ারে প্রথম থেকেই অ্যাকশন ছবিতে অভিনয় করতে চাইতেন 'কিং খান'। কখনই তিনি প্রেমের ছবিতে অভিনয় করতে পছন্দ করতেন না। 

তিনি বলেন, শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি ঘম’-এর মতো সিনেমায় আকাশছোঁয়া সাফল্য এসেছে। সেসব ছবিতে প্রধান সহকারী পরিচালকের কাজ করেছিলেন তিনি। নিখিল বলেন, এরপর শাহরুখকে নিয়ে পরিচালনা করেন ‘কাল হো না হো’। 

পরিচালক বলেন, শাহরুখকে খুব কাছে থেকে দেখেছেন তিনি। বহুবার আড্ডায় শাহরুখ আমাকে বলেছে— একটু অন্য ধরনের ছবি করো না। কারণ এই আদিত্য চোপড়া এবং করণ জোহর তো শুধু প্রেমের ছবিই বানিয়ে যায়।

নিখিল আদভানি আরও বলেন, এটা শুনতে অদ্ভুত লাগবে যে শাহরুখকে 'কিং অফ রোম্যান্স' বলা হয়, তারই খোদ অপছন্দ প্রেমের ছবিতে অভিনয় করা।

এ পরিচালক বলেন, ‘দিল সে’ খুব প্রিয় ছবি শাহরুখের। এই ছবিটা নিয়ে নাকি ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারতে পারেন অভিনেতা। ‘হে রাম’, ‘রাম জানে’, ‘ডর’-ও তার প্রিয় ছবির তালিকার মধ্যে রয়েছে।

এ আরও একটি ঘটনার কথা উল্লেখ নিখিল বলেন, সেটা ‘কভি খুশি কভি ঘম’-এর শুটিংয়ের সময়। শাহরুখকে জানানো হয়েছিল ছবিতে তার এন্ট্রি নেওয়ার দৃশ্য থাকবে হেলিকপ্টার থেকে। 

শোনামাত্রই উত্তেজিত হয়ে পড়েছিলেন বাদশাহ। নিখিল বলেন, শাহরুখ যখন জানতে পারেন, হেলিকপ্টার ল্যান্ড করার পর স্রেফ মাটিতে তার পা রাখার দৃশ্যটাই টেক হবে, সেটা শুনেই মুষড়ে পড়েন বাদশাহ। 

শাহরুখ ভেবেছিলেন হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার মতো কোনো রোমহর্ষক স্টান্ট তাকে হয়তো করতে বলা হবে। তাই এত উত্তেজিত হয়ে পড়েছিলেন— হাসতে হাসতে বলতে থাকেন 'কাল হো না হো' ছবির পরিচালক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম