Logo
Logo
×

বলিউড

সাক্ষাৎকারে আন্নু কাপুর

আমি নায়ক হলে ঘনিষ্ঠ হতে প্রিয়াঙ্কার সমস্যা হতো না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

আমি নায়ক হলে ঘনিষ্ঠ হতে প্রিয়াঙ্কার সমস্যা হতো না

বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।সিনেমায় একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।কিন্তু এদের মধ্যে এক অভিনেতা ছিলেন, যার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ বোধ করেননি এই নায়িকা।

বলিপাড়ার খবর, নায়কের চেহারার ওপর আপত্তি জানিয়ে নাকি তার সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। ‘সাত খুন মাফ’ ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে ছিলেন সেই নায়ক।তার নাম আন্নু কাপুর।

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘সাত খুন মাফ’ সিনেমাটি।এতে অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ।

ওই বছরই এক সাক্ষাৎকারে আন্নু কাপুর দাবি করেছিলেন, একটি ঘনিষ্ঠ দৃশ্যে তাকে চুম্বন করতে নাকি রাজি হননি প্রিয়াঙ্কা। এই দৃশ্য নিয়ে নাকি বেশ অস্বস্তিতে পড়েছিলেন নায়িকা।অস্বস্তির কথা নাকি ছবির পরিচালককেও জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

আন্নু বলেছিলেন, ‘আমি নায়ক হলে আমাকে চুম্বন করতে প্রিয়াঙ্কার কোনো সমস্যা হতো না। তথাকথিত নায়কদের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে ওর তো কোনো সমস্যা হয় না। আমার মুখটা তো সুন্দর নয়! আমার ব্যক্তিত্বও ভালো নয়। তাই এই সমস্যা হয়েছিল।’

আন্নুর ওই মন্তব্যে খুবই বিরক্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা।বলেছিলেন, ‘তিনি (আন্নু কাপুর) যদি তেমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান অথবা এই সব নীচ মন্তব্য করতে চান- তিনি সেই ধরনেরই ছবিতে কাজ করতে পারেন। আমাদের ছবিতে ওই ধরনের কোনো দৃশ্যই ছিল না।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম