Logo
Logo
×

বলিউড

পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে যে মন্তব্য করলেন জয়া বচ্চন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে যে মন্তব্য করলেন জয়া বচ্চন

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে নিয়ে বচ্চন পরিবারে ঝামেলা চলছে।শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে।যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি।

সম্প্রতি আম্বানিপুত্রের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে গিয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু তখন সঙ্গে ছিলেন না ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা।বেশ কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে আলাদাভাবে যান ঐশ্বরিয়া।সেই প্রেক্ষাপটই ঘনীভূত করে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জয়া বচ্চনের একটি ভিডিও। পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কেমন- তা নিয়ে ওই ভিডিওতে কথা বলেছিলেন জয়া।

বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, সাংসারিক বনিবনার অভাব হওয়াতেই নাকি দূরত্ব তৈরি হয়েছে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কে। জয়া বচ্চনের সেই ভিডিও যেন এই গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে।

পুরনো ওই ভিডিওতে বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ স্পষ্ট জানালেন, তিনি ঐশ্বরিয়াকে নিজের মেয়ে হিসেবে দেখেন না। পুত্রবধূ হিসেবেই তাকে গ্রহণ করেছেন।

জয়া বচ্চনকে পাপারাজ্জিদের (আলোকচিত্রী) সঙ্গে প্রায়ই কড়া আচরণ করতে দেখা যায়। তারা ক্যামেরা তাক করলেই তিনি চটে যান। পরিবারের ছোটদের সঙ্গেও কি তিনি এমন কড়া আচরণ করে থাকেন? পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গেও কি তিনি একই ব্যবহার করেন? এসব প্রশ্নে জয়া বচ্চনের সাফ জবাব, আমি ঐশ্বরিয়ার সঙ্গে কেন কড়া আচরণ করব! ও তো আমার মেয়ে নয়। ও আমার পুত্রবধূ।

বলিপাড়ার খবর বলছে, নিজের ছেলে-মেয়ে অর্থাৎ অভিষেক ও শ্বেতা বচ্চনকে কড়া শাসনে বড় করেছেন জয়া। বড়দের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, তা নিয়ে নাকি বিশেষভাবে নিজের সন্তানদের শিক্ষা দিয়েছিলেন অমিতাভপত্নী। 

এ প্রসঙ্গেও ভিডিওতে কথা বলেছেন জয়া বচ্চন।তিনি জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে আলাদা করে কড়া শাসন করার তার কোনো প্রয়োজন নেই। সাবেক এই বিশ্বসুন্দরীকে তার বাবা-মা সব কিছু শিখিয়ে পড়িয়েই মানুষ করেছেন বলে জয়ার বিশ্বাস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম