আজমির শরীফে গিয়ে ‘ন্যায়বিচার’ চাইলেন শ্রাবন্তী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
![আজমির শরীফে গিয়ে ‘ন্যায়বিচার’ চাইলেন শ্রাবন্তী](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/09/Srabanti-Chatterjee-66defc7d96472.jpg)
শ্রাবন্তী চট্টপধ্যায়
গত মাসে কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় ভারতের রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা।
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী-শ্রাবন্তী চট্টপধ্যায়রাও বিচার দাবি করেছেন।
সম্প্রতি আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। একইসঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরিফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। যেখানে মাথায় ওড়না দিয়ে প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে।
আজমির শরিফে প্রার্থনার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’