Logo
Logo
×

বলিউড

‘আমিও মানুষ আমিও কষ্ট পাই আমিও কাঁদি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৩:৫৫ পিএম

‘আমিও মানুষ আমিও কষ্ট পাই আমিও কাঁদি’

দীর্ঘ পাঁচ বছর প্রেমের সাগরে হাবুডুবু খান বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা অরোরা। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ভাঙন ধরে যায়। ভক্তরা অপেক্ষা করেছিলেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বিয়ের। কিন্তু তার আগেই দুজন দুদিকে— তারা আলাদা হয়ে যান। শুধু তাই নয়, সম্প্রতি অর্জুন কাপুরের জন্মদিনেও দেখা যায়নি মালাইকাকে। যদিও তার ম্যানেজার সম্পর্ক ভাঙার কথা অস্বীকার করেছেন। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক করায় মাইলকার বয়স ও হাঁটাচলা নিয়ে নেটিজেনদের মাঝে দীর্ঘ দিন ধরেই সমালোচনা শুরু হয়েছে। আর সেই সমালোচনার জবাব দেন এ অভিনেত্রী।

আনন্দবাজার প্রতিবেদনের খবরে জানা যায়, দীর্ঘ পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক অর্জুন কাপুর ও মালাইকা অরোরার। কিন্তু তাদের সেই সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায়। ভক্তরা অপেক্ষা করেছিলেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বিয়ের। কিন্তু তার আগেই দুজন দুদিকে—আলাদা হয়ে যান তারা। শুধু তাই নয়, সম্প্রতি অর্জুন কাপুরের জন্মদিনেও দেখা যায়নি মালাইকাকে। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক করায় মাইলকার বয়স ও হাঁটাচলা নিয়েও নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। 

আর সেই সমালোচনার জবাব দেন অভিনেত্রী মালাইক, ‘আমি ভালোবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই। কিন্তু আমি এটা জানি আমার সীমা কতদূর।’গত পাঁচ বছরে অর্জুনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন বারবার নেটিজেনদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে মালাইকাকে। অর্জুনের সঙ্গে বয়সের পার্থক্যের কারণে নেটিজেনদের কাছ থেকে বাববার কথা শুনতে হয়েছে। নানা কুমন্তব্যের মুখে পড়তে হয়েছে । শুধু কি তাই, অভিনেত্রীর হাঁটাচলা ও শরীরী ভাষার কারণেও প্রতিনিয়ত কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। এবার নিজের সেই কষ্টের কথা জানালেন মালাইকা। পাশাপাশি বললেন, ‘আমি ভালোবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই। কিন্তু আমি এটা জানি আমার সীমা কতদূর।’

মালাইকা আরও বলেন, ‘আমি আসলে নিজেকে অন্যভাবে তৈরি করে নিয়েছি। কোনো নেতিবাচক কথা আমার অন্তরে প্রবেশ করতে দিই না। তিনি বলেন, আমি প্রথম থেকেই যে এ কাজটা করতে শিখেছি তা কিন্তু নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখে গেছি। তবে এসব কথা আমার হৃদয়ে  কখনো আঘাত করে না। হ্যাঁ, এটা বলা ঠিক নয় যে, আমি কষ্ট পাই না। আমিও মানুষ, আমিও কষ্ট পাই,  আমারও কষ্ট আছে এবং আমিও কাঁদি। কিন্তু আমার সে চোখের জল বাইরের কেউ দেখতে পায় না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম