বছরের অন্যতম ব্যবসাসফল ‘অ্যানিমেল’ সিনেমা। দফায় দফায় বিতর্কের মুখে পড়েছে রণবীর-রাশমিকার ছবি। নারীবিদ্বেষীর তকমা মেলে। ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর সিনেমাটি নিয়ে এবার মুখ খুলেছেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাকে শুধু হিংস্র নয়, প্রবলভাবে নারীবিদ্বেষী বলেই মনে হয়েছে শর্মিলা ঠাকুরের। এক ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা ঠাকুর। সেখানেই তিনি মুখ খুলেছেন বিভিন্ন বিষয়ে।
‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে আক্রমণ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে ‘‘অ্যানিমেল’’ নামে একটা সিনেমা এসেছিল। সিনেমাটা শুধু হিংস্রই নয়, প্রবলভাবে নারীবিদ্বেষীও।
এর আগে জাভেদ আখতার, কঙ্গনা থেকে তাপসী পান্নু, ‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন একাধিক পরিচিত নাম। জাভেদ আখতার বলেছিলেন, ‘একটা সিনেমায় একজন পুরুষ এক নারীকে জুতো চাটতে বলছে। নারীকে চড় মারায় ভুল কিছু নেই বলে দাবি করছে। আর সেই সিনেমা সুপারডুপার হিট হচ্ছে! বিষয়টা ভয়ংকর।’