Logo
Logo
×

বলিউড

ব্যবসায় নামছেন ভাইজান 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

ব্যবসায় নামছেন ভাইজান 

তারকা অভিনেতা সালমান খান তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন। গত দুবছর তার ছবি তেমন হিট হয়নি। তবে ‘টাইগার ৩’-এর মাধ্যমে সুদিন ফিরল ভাইজানের। এবার সেই আনন্দেই নতুন ঘোষণা! সিনেমার পাশপাশি এবার ব্যবসায় হাত পাকাতে চলেছেন ভাইজান। শোনা যাচ্ছে ভারতজুড়ে সিনেমা হল খুলতে চলেছেন তিনি। তার এ পরিকল্পনাটা অনেক আগেই নেওয়া। তবে কোভিডের কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন। খবর আনন্দবাজার অনলাইনের। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এ বিষয়ে নিশ্চিত।’

সম্ভবত সালমান টকিজ নাম দেওয়া হবে। মুম্বাই ও ভারতের অন্য বড় শহর ছাড়াও ছোট শহর, এমনকি পিছিয়ে পড়া অঞ্চলেও খোলা হবে সালমানের নামাঙ্কিত হল। অন্য হলের তুলনায় এখানে টিকিটের দাম হবে অনেকটাই কম। করমুক্ত টিকিট মিলবে এখানে। স্বাভাবিকভাবেই দাম অনেকটাই কম হবে টিকিটের। বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম