![দীপিকা আমার ভীষণ প্রিয়: শিল্পার স্বামী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/06/image-737112-1699272235.jpg)
রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাদের বিবাহিত জীবন প্রায় ১৪ বছরের। রাজ পর্নোকাণ্ডে জড়িয়েছিলেন। এজন্য তার সাজাও হয়।
শুক্রবার মুক্তি পায় রাজের প্রথম ছবি ‘ইউটি-৬৯’। বছর দুয়েক আগে পর্নোকাণ্ডে জড়ানোর মামলায় ৬৩ দিন জেলে থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। জেলবন্দি সেই যন্ত্রণার কথা বড়পর্দায় তুলে ধরেন রাজ।
নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজ নিজেই। স্ত্রী শিল্পা শেঠি বলিউডের খ্যাতনামা অভিনেত্রী; তবু নিজের সিনেমায় স্ত্রীকে নেননি রাজ। তিনি তার সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন।
রাজের জীবনের কঠিন সময় ও নানা ওঠা-পড়ার সঙ্গী শিল্পা। তার পরও স্ত্রী নন, দীপিকাকেই এগিয়ে রাখলেন রাজ। এমনকি জানালেন দীপিকাকে নিয়ে পরিকল্পনার কথা।
রাজ বলেন, ‘আমার ইচ্ছা ছিল দীপিকাকেই আমার বিপরীতে নেওয়ার। আসলে ও আমার ভীষণ প্রিয়।’ তবে শেষে দীপিকার সঙ্গে কাজ করা হয়নি তার। ওদিকে স্বামীর ‘ইউটি-৬৯’ ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শিল্পা। যদিও তার স্বামীর প্রিয় পাত্রী সেই দীপিকাই।