
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১২:২০ পিএম
ক্যাটরিনার বোনের সঙ্গে প্রেম করছেন ভিকির ভাই!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বিয়ে করেছিলেন। ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম হিট এবং হট জুটি। ভিকির ভাই সানি কৌশলও অভিনেতা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে প্রেম করছেন অভিনেতা সানি। পছন্দের মানুষ আবার ভাবির বোন, অর্থাৎ ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল।
সম্প্রতি এক ইভেন্টে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পাপারাজ্জির জন্য দুজনে একসঙ্গে পোজও দেন। এর পরেই দুজনে বের হয়ে যান নাইট আউটের উদ্দেশে। এখানেই কিন্তু শেষ নয়। রোববার আবারও তাদের একসঙ্গে দেখা যায়, এবার বান্দ্রায়।
ইসাবেল একটি জিন্সের টপ এবং কালো স্কার্ট পরেছিলেন। অন্যদিকে সানির পরনে ছিল নীল শার্ট এবং নীল জিন্স। ব্যস, গুঞ্জনের শুরু সেখান থেকেই।
বলে রাখা ভালো বিগত কয়েক বছর ধরেই সানির সঙ্গে অভিনেত্রী শর্বরী ওয়াঘের নাম শোনা যেত। কিন্তু বিগত কিছুদিন ধরে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। একই সঙ্গে সানি এবং ইসাবেলের ঘনিষ্টরা জানিয়েছেন ওরা কেবলই ফ্যামিলি ফ্রেন্ড। তারা প্রেম করছেন এমনটা ভাবার কোনো দরকার নেই।