সঙ্গীতের জাদুকর বলা হয় এ আর রহমানকে। সুর দিয়ে তিনি সৃষ্টি করেছেন কোটি ভক্ত। পরিচালক মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান তিনি।
এরপর পাঞ্জাবি, সুফি, পপ থেকে শুরু করে তার সঙ্গীতায়োজনে মিলেছে বাংলা বাউল সুরের ছোঁয়া। এখানেই শেষ নয়; আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা সঙ্গীতকার হিসেবে জিতেছেন অস্কার।
তারপরও হলিউডে তেমনভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি রহমান। তা নিয়ে আক্ষেপও কম নয় সুরকারের। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।
এ আর রহমান জানান, ‘জয় হো’ছবির জন্য অস্কার জয়ের পরে হলিউডে কাজ করা নিয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি। কাজ করেছিলেন ‘১২৭ আওয়ার্স’, ‘মিলিয়ন ডলার আর্ম’, ‘পেলে: বার্থ অফ আ লেজেন্ড’ ছবিতে। তারপরও তেমন ভালো কাজের সুযোগ পাননি রহমান।
তিনি বলেন, ‘ভারতীয় সুরকার হিসেবে অস্কার জয়ের পরে আমাকে কেমন যেন দাগিয়ে দেওয়া হয়েছিল। একমাত্র ভারতীয় ঘরানার গানের প্রয়োজন হলেই আমার কাছে প্রস্তাব পাঠানো হতো। তাতে ভুল বা ক্ষতি কিছু নেই। তবে আমি এমন কাজ করতে চেয়েছিলাম, যার সঙ্গে ভারতীয় ঘরানার যোগ নেই। নতুন ধরনের কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম আমি। সেই সুযোগ পাইনি। হলিউডে ওই সুযোগ তৈরি হওয়ার মতো জায়গা বড্ড কম।’