Logo
Logo
×

বলিউড

বাবার শেষকৃত্যে আয়ুষ্মানের চোখে চশমা, সমালোচনার ঝড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১১:১৩ পিএম

বাবার শেষকৃত্যে আয়ুষ্মানের চোখে চশমা, সমালোচনার ঝড়

ফাইল ছবি

পাঞ্জাবের মোহালির এক হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়ুষ্মানের বাবা পি খুরানা। চণ্ডীগড়ে বাবার শেষকৃত্য করতে দেখা যায় আয়ুষ্মানকে; সঙ্গে ছিলেন তার ভাইও।  শেষকৃত্যতে আয়ুষ্মানের চোখে চশমা থাকায় ওঠে সমালোচনার ঝড়। সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।  

পি খুরানাকে ‘বাবা’ নয়, বরং ‘বন্ধু’ ডাকতেই ভালোবাসতেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। বাবাকেই হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। বাবাকে নিয়ে কোনো কথা বলতে না পারায় শোকসংবাদ ভাগ করে নিয়েছিলেন অভিনেতার মুখপাত্র।

বাবার মরদেহ কাঁধে করে নামানোর সময় আয়ুষ্মানের চোখে রোদচশমা ছিল। তা দেখে শুরু হয় কটাক্ষের বান। 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন- ‘সানগ্লাস পরে বাবার শেষকৃত্য?’ কেউ বলেছেন- ‘সানগ্লাস খুলে শোকপ্রকাশ করুন। শ্মশানযাত্রায় এটা মানায় না।’ আরেকজন বলেছেন, ‘এই চশমাটা পরা খুব জরুরি ছিল?’

অনেকেই অভিনেতার পক্ষ নিয়েই কথা বলছেন। কেউ বলেছেন- ‘চশমা পরা অপরাধ নাকি? এই অভিনেতা দুঃখেই তো কাঁদছিলেন একটু আগে!’ কেউ বললেন, ‘খুব রোদ নিশ্চয়ই। এভাবে বলছেন কেন?’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম