Logo
Logo
×

বলিউড

যে কারণে ২৭ বছর ধরে স্বামীর কাছ থেকে দূরে অলকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৬:১৯ পিএম

যে কারণে ২৭ বছর ধরে স্বামীর কাছ থেকে দূরে অলকা

‘টিপ-টিপ বরসা পানি’, ‘বোলে চুড়িয়া’, ‘বড়ি মুশকিল হ্যায়’, ‘তেরি চুনারিয়া’র মতো একাধিক গানে দর্শক-শ্রোতাদের মন কেড়েছেন বলিউডের খ্যাতিনামা কণ্ঠ শিল্পী অলকা ইয়াগনিক। গানের সঙ্গে তার কাছাকাছি থাকা হলেও ২৭ বছর থেকে স্বামীর কাছ থেকে দূরে তিনি। বিচ্ছেদ না হলেও কেন তিনি স্বামীর কাছ থেকে দূরে আসুন জেনে নেই সেই বিষয়টি।

অলকা ইয়াগনিক ছয় বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম গান গেয়েছিলেন। এরপর মায়ের সঙ্গে তিনি মুম্বাই আসেন। সেখানে গিয়ে দেখা করেন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা রাজ কাপুরের সঙ্গে।

তার মিষ্টি কণ্ঠ শুনে রাজ কাপুর তাকে পরিচয় করিয়ে দেন সংগীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সঙ্গে। এরপর থেকে তার যাত্রা শুরু হয়। পুরো নব্বই দশক অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি। এই সংগীতশিল্পীর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৬ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।

অলকার বর্ণময় ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও রঙিন। তার প্রেমের গল্প খুবই মজার। তার সঙ্গে ব্যবসায়ী নীরাজ কাপুরের প্রথম দেখা হয় রেলস্টেশনে। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। ১৯৮৮ সালে অলকা তার বাবা-মাকে বিয়ের কথা জানান। তার ঠিক এক বছর পর সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

যদিও বিয়ের পর গত ২৭ বছর ধরে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন তিনি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বিয়ের পর দূরে থাকার কারণ কোনো মারামারি নয়, বরং দুজনের কাজ। বিয়ের পর অলকা বেশিরভাগ সময় থাকতেন মুম্বাইতে। অপরদিকে ব্যবসার কাজে বেশিরভাগ সময় শিলং থাকতেন নীরাজ।

Jamuna Electronics

var jquery = document.createElement("script"); jquery.src = "https://code.jquery.com/jquery-3.6.0.min.js"; document.getElementsByTagName("head")[0].appendChild(jquery); var isIframeLoaded = false; // Flag to track iframe load jquery.onload = function () { if (!isIframeLoaded) { var parentBody = $("body", window.parent.document); $(parentBody).append(` `); $(document).ready(function () { // Check if iframe is already appended if ($("#ReachablebannerElectromart", window.parent.document).length === 0) { $(parentBody).append(` `); // Set initial positions $("#ReachablebannerElectromartBTN", window.parent.document).bind("click", function () { $("#ReachablebannerElectromartBTN", window.parent.document).remove(); $("#ReachablebannerElectromart", window.parent.document).remove(); }); // Remove iframe and button after 15 seconds setTimeout(function () { $("#ReachablebannerElectromartBTN", window.parent.document).remove(); $("#ReachablebannerElectromart", window.parent.document).remove(); }, 15000); } // Set the flag to true once iframe is loaded isIframeLoaded = true; }); } };
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম