
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫০ এএম
সংঘর্ষে বিএনপির ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন শামা ওবায়েদের

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম

আরও পড়ুন
ফরিদপুরের সালথায় সংঘর্ষে বিএনপির ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আহত বিএনপি নেতাকর্মীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর মেরামতের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তিনি এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।